ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

‘আমরা জানি মোস্তাফিজ খুব হুমকিস্বরুপ এক বোলার : মঈন

চন্ডিকা হাথুরুসিংহের আমলেই উত্থান হয়েছিল মোস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ঘরের মাঠে তার কাটারে ঘায়েল হয়েছেন ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। টানা কয়েক সিরিজে তিনিই হয়েছিলেন সেরা বোলার। তবে পরের বছর ইংল্যান্ড বাংলাদেশ সফরে এসেছিল, তখন চোটে মোস্তাফিজ চোটের কারণে বাইরে ছিলেন। তবে রাত পোহালে যখন আরও একটি ইংলিশ মিশন শুরু হচ্ছে, তখন ফের আলোচনায় ফিজ।


আগেরবার ইংল্যান্ডকে মিস করলেও এবার আর সেটা করছেন না তিনি। দলের অন্যতম ভরসা হয়েই আছেন ফিজ। তার কাটারের কথা চিন্তা করে প্রতিপক্ষের তো চোখের জল আর নাকের জল এক হয়ে যাওয়ার কথা। ইংল্যান্ড ক্রিকেট দলের সহ-অধিনায়ক মঈন আলিও তাকে দেখছেন হুমকি স্বরুপ।আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে বলেছেন, ‘আমরা জানি মোস্তাফিজ খুব হুমকিস্বরুপ এক বোলার। এই কন্ডিশনে সে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তার সমসাময়িক অনেক বোলারের চেয়ে সে অনেক দক্ষ একজন পেসার। আমরা ম্যাচকে ঘিরে যে পরিকল্পনা সাজাবো, তাতে তাকে নিয়েও আমাদের বিশেষ ভাবনা থাকবে।’


এর আগে সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘সে যখন ফর্মে থাকে, তখন সে বিশ্বের সেরা বোলারদের একজন। তার অভিষেক সিরিজে ভারতকে ঘায়েল করেছিল, আমরাও ভারতকে হারিয়ে সিরিজে জিতেছিলাম। এবারও সেই ফর্মে ফিরছে ফিজ। সম্প্রতি ভারত সিরিজেও দারুণ বোলিং করেছে সে। সবসময় গুরুত্বপূর্ণ মুহূর্তে বল করে, তাই আমরা তাকে স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করার চেষ্টা করব।’

ads

Our Facebook Page